চান্দেরী শাড়ী ভারত বিখ্যাত একটি বিশেষ হস্তশিল্প।চান্দেরী শাড়ী আসলে ভারত সরকারের জি আই ট্যাগ পাওয়া একটি শিল্প। এটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের চান্দেরী অঞ্চলে নির্মিত একটি ঐতিহ্যপুর্ণ শাড়ী।এটি একটি সিল্কের তৈরিই শাড়ী। এই বিখ্যাত তাঁত শিল্পটি দ্বিতীয় থেকে সপ্তম শতাব্দীর মধ্যে শুরু হয়। ঐতিহাসিক দের মতে এই শাড়ী প্রচলন করেন শ্রী কৃষ্ণের আত্মীয় শিশুপাল। এই শাড়ী শিল্প দুটি রাজ্যের সীমারেখা মল্য এবং বুন্দেলখন্ড উপর গড়ে উঠেছে । বিন্ধ্যাচল সীমারেখায় বসবাসকারীদের মধ্যে অনেক রকমের ঐতিহ্য দেখা যায়। ১১শ শতাব্দীতে মল্য, মেডোয়া, মধ্য ভারত এবং দক্ষিণ গুজরাটের বাণিজ্য কেন্দ্রগুলিতে এই শিল্পের গুরুত্ব বাড়ে।
LET’S VISIT CHANDERI
চান্দেরী শাড়ী আসলে ৩ ধরনের কাপড়ের তৈরি । পিওর সিল্ক/রেশম তন্তু,চান্দেরী সুতী ও সিল্ক/রেশম তন্তু সুতী। চান্দেরী শাড়ীর মধ্যে বিভিন্ন ধরনের নকশা বোনা হয় যেমন সনাতন মুদ্রা, ফুলের নকশা, ময়ূর এবং জ্যামিতিক নকশা ইত্যাদি। মুঘল আমলে চান্দেরী কাপড়ের শিল্প প্রচণ্ড জনপ্রিয় ছিল। শুরুতে তন্তুবায়গণ মূলত মুসলমান সম্প্রদায়ের হতেন এবং পরে ১৩৫০ সালে কোষ্টি তন্তুবায়গণ ঝাঁসী থেকে চান্দেরী চলে আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন।
PURCHASE CHANDERI SAREE HERE
Leave a Reply